কখনই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না: এরদোগান

বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ

কখনই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না: এরদোগান
apps

রবিউল আউয়াল মাসে ফ্রান্সে যেভাবে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত কর্মকান্ড করছে তাতে করে সারা বিশ্বের মুসলিমদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশে দেশে চলছে ফরাসী পণ্য বর্জন ও বিক্ষোভ মিছিল। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিতর্কিত মন্তব্যের কারণে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

ইমানুয়েল ম্যাখোঁর ইসলামবিদ্বেষী মনোভাবের তীব্র সমালোচনা করে সোমবার প্রেসিডেন্ট এরদোগান বিশ্বের সকল মুসলিমের প্রতি এই আহবান জানান।

ফরাসি পণ্য বয়কটের আহবান জানিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, কখনই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্যসামগ্রী কিনবেন না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতারসহ পুরো মুসলিম বিশ্বেই ফরাসী পণ্য বয়কটের সাড়া পড়ে গেছে। দোকান থেকে ফরাসী পণ্য সরিয়ে ফেলছে অনেক খ্যাতনামা চেইন শপসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। করোনা মহামারীকালে এই বয়কটের বিশ্বব্যাপী ফরাসি বাণিজ্যে সুদ‚রপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স।

বেসরকারি ইউনিয়ন অব কনজ্যুমার কো-অপারেটিভ সোসাইটি বলে, হজরত মুহাম্মদ (সা.)-কে বারবার অসম্মান করার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। (ইয়েনি শাফাক)

Development by: webnewsdesign.com