কক্সবাজার সদর বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকনিকের বাসের ধাক্কা, নিহত ২

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ

কক্সবাজার সদর বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকনিকের বাসের ধাক্কা, নিহত ২
apps

কক্সবাজার সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাস দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।

নিহতরা হলেন- মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।  ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল।

বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Development by: webnewsdesign.com