কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ এক নারী আটক

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ এক নারী আটক
কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ এক নারী আটক
apps

কক্সবাজারের রামু থেকে ২০ কেজি গাঁজাসহ উর্মি আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-১৫। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী বেশে একজন মহিলা গাঁজাসহ চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি বাসে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ দুপুরে কক্সবাজার জেলার রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাসে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ওই নারীকে আটক করে।

তিনি কক্সবাজারের নুনিয়া ছড়ার মৃত মোবারকের মেয়ে। র‍্যাব আরও জানায় উদ্ধারকৃত গাঁজাসহ আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com