কক্সবাজারে ‘ভুয়া’ র‌্যাব গ্রেপ্তার

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | ১০:৩০ অপরাহ্ণ

কক্সবাজারে ‘ভুয়া’ র‌্যাব গ্রেপ্তার
apps

কক্সবাজারের মহেশখালীতে এরশাদ (৩০) নামের এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর। তিনি জানান, রোববার রাতে পানিরছড়া বাজারের একটি কম্পিউটার দোকানে আইডি কার্ড বানাতে যান এরশাদ। এ সময় অসামাঞ্জস্যপূর্ণ কথা বলতে থাকলে উপস্থিত মানুষ তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

 

 

তিনি জানান, পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। আসামি বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল গ্রামের বাসিন্দা।

Development by: webnewsdesign.com