কক্সবাজারে টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ৫:১৭ অপরাহ্ণ

কক্সবাজারে টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১
apps

টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ আবুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে সদর ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল একই এলাকার জুমপাড়ার মৃত নুর আহমদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে মিঠাপানির ছড়া এলাকা থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Development by: webnewsdesign.com