কক্সবাজারের পেকুয়ায় জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৬) নামে আরও দু’জন।
নিহত জয়নাল আবেদীন উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে। আলী আকবর একই এলাকার রুস্তম আলীর ছেলে ও রিফা আক্তার স্থানীয় মহি উদ্দিনের মেয়ে।
রবিবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনের আশুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে আশুর দোকানের সামনে ১০/১৫ জন সশস্ত্র হামলা করেন জয়নাল আবেদীনের ওপর। এসময় তারা তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যান। এ সময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবরের বুকেও গুলি লাগে। এছাড়া রিফা নামে একটি কিশোরীও আহত হয় এ ঘটনায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. তাহমিদুল ইসলাম তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নালের মৃত্যু হয়।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Development by: webnewsdesign.com