কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
apps

কক্সবাজারের টেকনাফে চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলিসহ মো. জোবায়ের (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব।

বুধবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জোবায়ের চাকমারকুল ২১ ক্যাম্পের ব্লক এ/৬ বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে অবৈধ অস্ত্র দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com