ওয়ানডে বিশ্বকাপে মেয়েদের জয়ে উচ্ছ্বসিত তামিমরাও

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ

ওয়ানডে বিশ্বকাপে মেয়েদের জয়ে উচ্ছ্বসিত তামিমরাও
apps

বাংলাদেশের ক্রিকেটকে আরেকটি দারুণ দিন উপহার দিয়েছে মেয়েরা কঠিন সিরিজ সামনে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেও গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজই শুরু হয়েছে অনুশীলন। তামিম ইকবালরা আজ অনুশীলনে গেছেন দারুণ এক খবর পেয়ে। নিউজিল্যান্ডে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। হ্যামিল্টনে আজ পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছেন নিগার সুলতানা-ফাহিমা খাতুনরা। দারুণ এই জয়ে নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ছেলেদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবালরা এখন আছেন দক্ষিণ আফ্রিকায় এক ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমার তরফ থেকে ও বাংলাদেশ দলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন বিশ্বকাপে প্রথম জয়ের জন্য। এত বড় ইভেন্টে প্রথম জয় সব সময়ই বিশেষ কিছু। বাকি ম্যাচগুলোর জন্য আমাদের সবার শুভকামনা রইল।’প্রথমবার খেলতে গিয়েই চমক দেখাল বাংলাদেশ এবারই প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আজ তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারাল নিগার সুলতানার দল।

Development by: webnewsdesign.com