ওসমানীনগরে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক সাংবাদিক আবুল কালাম

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | ৮:১২ অপরাহ্ণ

ওসমানীনগরে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক সাংবাদিক আবুল কালাম
apps

সিলেটের ওসমানীনগর উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল কালাম আজাদ। তিনি উপজেলার মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষক। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে স্কুল-মাদরাসার মাসিক সমন্বয় সভা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজালাল ফাজিল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, হেলেন বেগম চৌধুরী, রণধীর মোহন দেব, ছানা উল্লাহ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, শামছুল হক, মাওলানা আছকর আলী, মাওলানা আব্দুল হাই্, বিজয় প্রসাদ দেব প্রমুখ।

Development by: webnewsdesign.com