ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী সম্পাদকের পদত্যাগ

সোমবার, ০৩ জুন ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী সম্পাদকের পদত্যাগ
apps

আমেরকিার আলোচিত সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ এর প্রধান নির্বাহী সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন স্যালি বুজবি।
রোববার গভীর রাতে হঠাৎ করেই তিনি এ পদত্যাগের কথা জানান।
সম্প্রতি আমেরিকার এ সংবাদপত্রটিতে বড় ধরনের পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে প্রধান নির্বাহী সম্পাদকের পদত্যাগের ঘোষণা এলো। ২০২১ সালে বুজবি ওই পদে যোগ দেন। আমেরিকার ১৫০ বছরের ইতিহাসে বুজবি পোস্টের প্রথম নারী সম্পাদক ছিলেন। সংবাদপত্রটি বলেছে, প্রকাশক এবং সিইও উইলিয়াম লুইসের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নির্বাহী সম্পাদকের পদত্যাগের বিষয়টি সবচেয়ে বড় পদক্ষেপের অংশ।

ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সম্পাদক-ইন-চিফ লুইসের মতে, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নির্বাহী সম্পাদকের পদ গ্রহণ করছেন ম্যাট মারে৷

অ্যাসোসিয়েটেড প্রেসের সাবেক প্রধান সম্পাদক বুজবির পদত্যাগের কোনো কারণ দেওয়া হয়নি। কর্মীদের কাছে একটি ইমেলে লুইস বলেন, এ বছর ‘নিউজরুমের একটি নতুন বিভাগ’ চালু করা হবে। নতুন বিভাগটি প্রথাগত নিউজরুম এবং সম্পাদকীয়/মতামত বিভাগ থেকে আলাদা হবে। ওই বিভাগ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সাংবাদিকতার ওপর ফোকাস করবে বলে লুইস কর্মীদের মেইল বার্তায় জানান। সূত্র: এনডিটিভি

Development by: webnewsdesign.com