নোয়াখালীর বসুরহাট পৌরসভায় বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মির্জা।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মির্জা ৯ হাজার ৩০৯ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৫৭১ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসাইন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৬৭ ভোট।
নিম্নে কেন্দ্রভিত্তিক ফলাফল উল্লেখ করা হল-
বসুর হাট পৌরসভা ০১ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ৮২১
ধান- ২৩
মোবাইল- ৪৬
পৌরসভা ০২ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ৯৮২
ধান- ২৫৮
মোবাইল- ৬০
পৌরসভা ০৩ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১৩৬৪
ধান- ১৫৮
মোবাইল- ১৮৭
পৌরসভা ০৪ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১১৬১
ধান- ৩৪৯
মোবাইল- ১১৩
০৬ নং ওয়ার্ড
নৌকা- ৮৪৭
ধান- ৮০
মোবাইল- ১০৩
০৭নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১২৫৯
ধান- ১৬১
মোবাইল- ১৫৪
০৮ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১৭১৩
ধান- ৩৫৬
মোবাইল-৩৫৫
০৯ নং ওয়ার্ড
নৌকা-১১৫৮
ধান-১৮৬
মোবাইল -২৪৭
Development by: webnewsdesign.com