এসিডদগ্ধ কলেজছাত্রীকে রামেক হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর

সোমবার, ২২ নভেম্বর ২০২১ | ৫:০০ অপরাহ্ণ

এসিডদগ্ধ কলেজছাত্রীকে রামেক হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর
apps

নাটোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিডে ঝলসে দেওয়া কলেজছাত্রীকে। রোববার বিকেলে নাটোরের দত্তপাড়ায় এই ঘটনা ঘটে।

তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এসিডদগ্ধ কলেজছাত্রীকে উদ্ধার করে নাটোর সদও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নাটোর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

রামেক বার্ন ইউনিটে চিকিৎসক ঢাকায় চিকিৎসার জন্য রেফার্ড করনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে রাতে ঢাকায় স্থানাস্তর করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দগ্ধ কলেজছাত্রীর চাচা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে সেখান থেকে রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ভোরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। শেখ হাসিনা বার্ন ইউনিটে রেখে এসিডদগ্ধ কলেজছাত্রীর চিকিৎসা চলছে।

Development by: webnewsdesign.com