ভোলায়

এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

বুধবার, ১৩ জুলাই ২০২২ | ২:৪২ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার
apps

ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রামের একটি বাগান থেকে ওবায়দুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ভোলা সদর উপজেলায় গত চার দিনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওবায়দুল মঙ্গলবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়। কিন্তু রাত ১২টা বাজলেও সে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বুধবার সকালে নিহতের বাড়ির পাশের একটি সুপারি বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওবায়দুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল ওবায়দুলের। সে পড়াশুনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত।

এর আগে ঈদের দিন ১০ জুলাই রবিবার সকালে আলী নগর ইউনিয়নের চরসিফলি গ্রামে কুপিয়ে নাহিদ নামে এক যুবককে হত্যা করা হয়। তাৎক্ষণিক অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করা হয়। ঈদের পরের দিন সোমবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে পা বাঁধা অবস্থায় জয়তুন নেছা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

Development by: webnewsdesign.com