এসএমপি পুলিশের শ্রেষ্ঠ এসি হলেন সামছুদ্দিন সালেহ

সোমবার, ১২ জুলাই ২০২১ | ৫:৫৪ অপরাহ্ণ

এসএমপি পুলিশের শ্রেষ্ঠ এসি হলেন সামছুদ্দিন সালেহ
apps

সম্প্রতি সিলেট মেট্রপলিটন পুলিশ কর্তৃক এসএমপির শ্রেষ্ঠ এসি নির্বাচিত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতায়ালী থানার সহাকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী ।

রোববার (১১ জুলাই) পুলিশ কমিশনারের হলরুমে মাসিক অপরাধ সভায় আইনশৃঙ্খলা ও সার্বিক পারফর্মেন্সের ভিত্তিতে শ্রেষ্ট এসি নির্বাচিত হয়েছেন।

সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী একজন মানবিক পুলিশ কর্মকর্তা,বহুমুখী সৃজনশীল প্রতিভার অধিকারী সকলের প্রিয়। তিনি পুলিশি দায়িত্বের বাহিরেও সামাজিকভাবে বেশ কর্মকান্ড পরিচালনা করেছেন। প্রশংসা কুড়িয়েছেন দল মত নির্বিশেষে সকলের।

মাসিক অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শফিকুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (প্রসিকেশন) কামরুল আমিন, উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমদু, উপ- পুলিশ কমিশনার (হেডকোর্য়াটার) তোফায়েল আহমদ, উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ- পুলিশ কমিশনার (ডিবি) সনজয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ সহ এসএমপির সকল জোনের এডিসি, এসি, ওসিরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com