পুলিশ কর্মকর্তা হওয়ায় নিজেকে আড়ালে রাখার সব কৌশল জানা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরের। সিলেটের পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকবরের সন্ধান মেলেনি ১১ দিনেও। নিহত রায়হানের পরিবার দুষছেন, তাকে ধরতে পুলিশের সদিচ্ছার অভাবকেই।
যদিও পিবিআই বলছে, তাকে ধরতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন তারা।
এদিনে, রায়হানের খোঁজ জানতে, তার ভাইকে ধরে নিয়ে গেছে র্যাব।
পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু হওয়ার পর ১১ দিন কেটে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত এসআই আকবর। সিলেটে গুঞ্জন-সে সামীন্ত পাড়ি দিয়েছে, আবার কেউ বলছে-পুলিশের হাতে আছেই আকবর।
কৌশলী আকবরের অবস্থান যখন কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না ঠিক তখন তার অবস্থান জানতে তার ছোট ভাইকে হেফাজতে নিয়েছে র্যাব। বুধবার (২২ অক্টোবর) রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসা থেকে র্যাব নিয়ে গেছে।
Development by: webnewsdesign.com