এম সাইফুর রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | ২:০৯ অপরাহ্ণ

এম সাইফুর রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
apps

সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিশ্ব বরণ্য অর্থনীতিবীদ, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশের গৌরব ও অহংকার, ভ্যাটপ্রথার প্রবর্তক সর্বজন শ্রদ্বেয় মরহুম এম সাইফুর রহমানকে নিয়ে বুধবার ৪ জুন দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে “পবিত্র ঈদুল আযহা, বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সুশিল সমাজ ও সাংবাদিকগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভায়” ব্যবসায়ী ও সাংবাদিক এম এ সালাম কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যের সাথে সাথে উপস্থিত সাংবাদিক, সুশিল সমাজ, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তারা এসময় তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। এরই সাথে জেলা প্রশাসকও ওই ব্যক্তির বক্তব্য প্রত্যাহার করতে জোরালো প্রতিবাদ জানান। দলীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যেও বিষয়টির প্রতিবাদ জানান।

একপর্যায়ে সভাস্থলে হট্টগোল শুরু হলে দ্রুত সভার কার্যক্রম শেষ করা হয়। কিন্তু ওই সভায় এম এ সালাম তার বক্তব্য প্রত্যাহার করেননি কিংবা দু:খ প্রকাশ না করেই সভাস্থল ত্যাগ করেন। তার এমন ঔদ্ধত্তপূর্ণ আচরণ উপস্থিত সবাইকে ব্যথিত করেছে। তার এমন কুরুচিপূর্ণ, হীন ও অশালীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাইফুর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা লিখিত প্রতিবাদে বলেন, আমরা হুঁশিয়ার করে জানাতে চাই তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ওই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো।

বিকেলে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ এর সংগঠনের প্যাডে সভাপতি সৈয়দ তৌফিক আহমদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী লিখিত প্রতিবাদ গণমাধ্যমে পাঠান। এদিকে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ এম এ সালামের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় প্যাডে লিখিত প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে প্রেরণ করেন। অপরদিকে উপজেলা বিএনপির আহবায়ক মো: বদরুল আলম সংগঠনের প্যাডে লিখিত প্রতিবাদ গণমাধ্যমে প্রেরণ করেন।

Development by: webnewsdesign.com