এমসি কলেজ হোস্টেলে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

বুধবার, ২৫ মে ২০২২ | ১:১৬ অপরাহ্ণ

এমসি কলেজ হোস্টেলে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ
apps

সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃতি নামে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। সে ছিল এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি নতুন ছাত্রী হোস্টেলের চার তলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ধারণা করা হচ্ছে, রাতেই তিনি আত্মহত্যা করেছেন। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ওই শিক্ষার্থীর অভিভাবকদেরও খবর দেয়া হয়েছে।

শাহপরাণ (র.) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখার পর জানা যাবে।

Development by: webnewsdesign.com