সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণে জড়িত এক ছাত্রলীগ কর্মী ওই কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বুধবার বিকেলে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের মামলায় যাদের নাম এসেছে তাদের মাত্র একজন কলেজটির বর্তমান ছাত্র। তদন্তের স্বার্থে তার নাম পরে জানানো হবে। বাকি সবাই বহিরাগত।
Development by: webnewsdesign.com