এমসি কলেজে গণধর্ষণ: আরও তিন আসামির রিমান্ড মঞ্জুর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ১২:৫৭ অপরাহ্ণ

এমসি কলেজে গণধর্ষণ: আরও তিন আসামির রিমান্ড মঞ্জুর
apps

এমসি কলেজে গৃহবধু ধর্ষণ মামলার আসামি রনি, রাজন ও আইনুলকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একইদিন দুপুরে তাদের আদালতে তোলা হয়।

এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউলকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গণধর্ষণ মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। যে ছয়জনের নাম তিনি উল্লেখ করেছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

এই ছয়জন হলেন- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)।

Development by: webnewsdesign.com