এবার ভালোবাসা দিবসে ‘মি. পরিবর্তনশীল’

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৪৪ অপরাহ্ণ

এবার ভালোবাসা দিবসে ‘মি. পরিবর্তনশীল’
apps

এবারের ভালোবাসা দিবসে জিয়াউল ফারুক অপূর্ব হাজির হচ্ছেন ‘মি. পরিবর্তনশীল’ হিসেবে।সমাজ সংসারে প্রতিদিনের খুটিনাটি অনিয়মের পরিবর্তন করে নিয়মের মধ্যে আনতে চান তিনি।ভালোবাসা দিবসে মোশনরক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মি. পরিবর্তনশীল’।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

এতে অপূর্বর সঙ্গে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তানজিন তিশা, আনন্দ খালেদ, অনুভব মাহবুব প্রমুখ।নাটকটি নিয়ে মোশনরক এন্টারটেইনমেন্টরের কর্ণধার মাসুদুল হাসান বলেন, মোশনরক এন্টারটেইনমেন্ট প্রতিটি বিশেষ দিবসেই ব্যতিক্রমী আয়োজন করে থাকে। এবারো তাই। ব্যতিক্রমী নাটকটিতে দর্শক বিশেষ এক ম্যাসেজ পাবে।

Development by: webnewsdesign.com