এবার পাকিস্তান না যাওয়ার কথা জানালেন পাঁচ কোচ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

এবার পাকিস্তান না যাওয়ার কথা জানালেন পাঁচ কোচ
apps

পাকিস্তান সফর নিয়ে নাটকের যেনো শেষই হচ্ছে না। মুশফিকুর রহিম পাকিস্তানে যাবেন না। তাকে ছাড়াই টি-২০ সিরিজ দল ঘোষণা করেছে বিসিবি। এবার নতুন খবর দিলো বিসিবি, পাকিস্তান যেতে রাজি নন ৭ বিদেশি কোচিং স্টাফের ৫ জনই।

শনিবার (১৮ জানুয়ারি) বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিজিও হুলিয়ান ক্যালেফ্যাতো ছাড়া আর কোন বিদেশি কোচিং স্টাফই পাকিস্তানে যাচ্ছেন না।

তিনি জানান, তাদের পরিবর্তে দেশীয়দের দায়িত্ব দেয়া হবে।

পাকিস্তান সফরে যেতে রাজি না হওয়া কোচিং স্টাফের সদস্যরা হলেন, নিউজিল্যান্ডের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন আর কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাসন।

আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে পাকিস্তান সফরের জন্য তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু। আর ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে জাতীয় ক্রিকেট দল।

Development by: webnewsdesign.com