কানাডায় প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটির অন্টারিও প্রদেশে দুজনের শরীরে নতুন এ ধরনের উপস্থিতি মিলেছে। সংক্রমিত দুজনই সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছিলেন। স্থানীয় সময় গতকাল রোববার কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শরীরে ওমিক্রন ধরন মেলা দুজনই অন্টারিওর বাসিন্দা। তাঁদের সঙ্গনিরোধে রাখা হয়েছে। এদিকে কানাডায় ঢোকার পর তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে কানাডার কেন্দ্রীয় ও অন্টারিও প্রদেশ কর্তৃপক্ষ।
বিবৃতিতে কানাডার স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশটিতে করোনার নতুন ধরন শনাক্তের খবর গতকালই তাঁর কাছে এসেছে। করোনা শনাক্তে পরীক্ষা ও নজরদারি চলছে। ধরেই নেওয়া হচ্ছে আরও অনেকের শরীরে ওমিক্রন ধরন মিলবে। গত বুধবার আফ্রিকার বতসোয়ানায় করোনার নতুন ধরনটি শনাক্ত হয়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও হংকংয়ে ধরনটির সন্ধান মিলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।
ধারণা করা হচ্ছে, করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম নাকি বেশি মারাত্মক, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।
Development by: webnewsdesign.com