এবারের ঈদ ঝড়বৃষ্টিতে কাটতে পারে

রবিবার, ০১ মে ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ

এবারের ঈদ ঝড়বৃষ্টিতে কাটতে পারে
apps

শাওয়াল মাসের চাঁদ দেখতে আজ রবিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার উদযাপিত হবে ঈদুল ফিতর ।

মঙ্গলবার ঈদ হলে এদিন দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দমকা বা ঝড়ো হাওয়া থাকবে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর বলছে, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনশীল থাকবে। মঙ্গলবার ও বুধবার যেকোনো সময় সারা দেশে ঝড়-বৃষ্টি হতে পারে।

Development by: webnewsdesign.com