এবারও দেশে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে দুর্গোৎসব: এমপি শাওন

রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ

এবারও দেশে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে দুর্গোৎসব: এমপি শাওন
apps

ভোলার লালমোহনে দুর্গাপূজা মণ্ডপে ৫শ’ কেজি করে চাল ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মদন মোহন ঠাকুর জিউ মন্দিরে উপজেলার ১৮ মণ্ডপের সভাপতি-সম্পাদকদের হাতে এসব চাল ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,এবারও দেশে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে দুর্গোৎসব। আওয়ামী সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। সরকারের সুব্যবস্থাপনার ফলেই মহামারীকালেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার হয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

বাবু জয় হিন্দের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com