এডভোকেট মোঃ নাজমুল ইসলাম নাসির চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৭:২৩ অপরাহ্ণ

এডভোকেট মোঃ নাজমুল ইসলাম নাসির চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত
apps

দ্বিতীয় ধাপের অমিমাংসিত চেয়ারম্যান পদে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন নৌকা প্রতীক নিয়ে ৮,৩৩১ ভোট পেয়ে এডভোকেট মোঃ নাজমুল ইসলাম নাসির। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আনরস প্রতীকের প্রার্থী এম এ বারী বাদল পেয়েছেন ৬৭৩৩ ভোট। এডভোকেট মোঃ নাজমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলকে ১৫৯৮ ভোটে হারিয়ে প্রথমবারের মতন এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এডভোকেট মোঃ নাজমুল ইসলাম নাসির বলেন, এই বিজয়ের মধ‍্য দিয়ে এম বালিয়াতলী ইউনিয়নের সাধারন মানুষের ভোটের বিজয় হয়েছে। সন্ত্রাসবাদ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিপক্ষে এম বালিয়াতলী ইউনিয়নবাসী ব‍্যালটের মাধ‍্যমে রায় দিয়েছে। এম বালিয়াতলী ইউনিয়নবাসী শান্তি চায় তারা ইউনিয়নে উন্নয়ন চায় এই জন‍্য আমাকে তাদের একজন সেবক হিসাবে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এডভোকেট নাজমুল ইসলাম নাসির তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী এম এ বারী বাদল ও মোঃ গোলাম সরোয়ার শাহীনের প্রতি আহবান জানান আগামী এম বালিয়াতলীর সকল উন্নয়ন কর্মকান্ডে পাশে থেকে কাজ করার জন‍্য।

এম বালিয়তলী ইউনিয়নে ২২ হাজার ৮ শত ৭১ জন ভোটারের মধ‍্যে ১৫,,১৩৬জন ভোটার গণ তাদের ভোট প্রয়োগ করেন যা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া ভোটের তুলনায়১৫২৮ জন কম সংখ‍্যক ভোটার উপস্থিতি হয়। গত ১১ নভেম্বর ১৬,৬৬২ টি জন ভোটার ভোট কেন্দ্রে ভোট দিয়েছিলেন। ঐ দিনের নির্বাচনে এম এ বারি বাদল আনারস প্রতীক নিয়ে পেয়েছিলেন ৫৭০০ ভোট, এডভোকেট নাজমুল ইসলাম নাসির নৌকা ৫৭০০ ভোট এবং আরেক সতন্ত্র প্রার্থী মোঃ গোলাম সরোয়ার শাহীন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছিলেন ৫১০০ ভোট। বাকী ১৬১ টি ভোট বাতিল বলে ঘোষণা হয়েছিল। অন‍্য একটি ভোট ভোট কেন্দ্রের বাহিরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছিল।

আজকের নির্বাচন সম্পন্ন করতে বরগুনার প্রশাসন নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গঠন করেছিল। প্রতি কেন্দ্রে নির্বাহী মেজিস্ট্রেট এর পাশাপাশি প্রতি কেন্দ্রে ৮জন পুলিশ ও ১৭ জন আনাসার মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রের বাহিরে ছিল একটি মোবাইল পুলিশ টিম। ইউনিয়নে ছিল আরো ৩টি স্পেশাল পুলিশের মোবাইল টিম। দুই প্লাটুন ছিল র‍্যাব ও বিজিবি সদস‍্যরা। এছাড়াও ছিল একটি জুডিশিয়াল ভ্রাম‍্যমান আদালতের গাড়ি।
সকাল থেকেই ভোট কেন্দ্রে নারীদের ভীর ছিল চোখে পড়ার মতন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার পর পুরুষ ভোটাররা আস্তে আস্তে ভোট কেন্দ্রে উপস্থিত হতে থাকে। পরীরখাল মাধ্যমিক বিদ‍্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১১ টার দিকে ২জন জাল ভোট দিতে আসলে পুলিশ তাদেরকে আটক করে। অন‍্যদিকে একই সময় ছোট তালতলী সিটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ে জসিম নামে একজন জাল ভোট দিতে আসলে পুলিশ তাকে আটক করে রাখে।

Development by: webnewsdesign.com