কবি কাজী নজরুল সিলেট জেলা অডিটোরিয়ামে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিনে মঞ্চস্থ হল মঞ্চ নাটক “মুল্লুক।
প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করা হয় একুশের আলোকে নাট্য প্রদর্শনী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় মঞ্চস্থ হল নাট্যালোক সিলেট এর তৃতীয় প্রযোজনা মঞ্চনাটক মুল্লুক।
নাটক রচনাকার জনাব, বাকার বকুল এবং নির্দেশনায় খোয়াজ রহিম সবুজ এর অক্লান্ত পরিশ্রমে মঞ্চ নাটক মুল্লুক জয় করে নিয়েছে দর্শকের মন। চা শ্রমিকদের জীবন কাহিনি নির্ভর এ নাটক স্থান পেয়েছে দর্শকের হৃদয়ে। যেখানে রয়েছে চা শ্রমিকদের করুণ এক জিবনদশার চিত্র, একে অন্যর প্রতি সুহানোবতিশীল। ছিল প্রেম,হিংসা,আর বৃটিশ শাসকের অত্যাচার ও জীবন যোদ্ধে ঠিকে থাকা মানুষের গল্প।
মঞ্চ নাটক “মুল্লুক” এর নাট্যকার, বাকার বকুল।
নির্দেশনাঃ-খোয়াজ রহিম সবুজ এবং অভিনয়ে রয়েছেন, জুবায়ের আহমদ,অচিন্ত্য কুমার দেব, নুরজাহান জেসমিন, ফারজানা আক্তার নুবা, এনামুল হক, শাহ শরীফ, দীপন,সুবর্ণ শুভ,সুজন, আরিফ, অক্ষয় কুমার,দিলওয়ার হোসেন সহ নাট্যালোক সিলেট এর সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা। জানিয়েছেন নাট্য কর্মী সাংবাদিক নাজমুল ইসলাম।
আমি নাট্যালো সিলেট এর একজন কর্মী বলে পরিচয় দিতে গর্ববোধ করি। কারণ নাট্যালো সিলেট প্রতিনিয়ত দেশ ও জাতির কথা বলে, জনসচেতনতা,মাদকমুক্তি, জঙ্গিবাদের বিরুদ্ধে নাটক প্রদর্শন করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে দীর্ঘ ৪৩বছর ধরে।
আমার অনেক সফলতার পিছনে নাট্যালোক সিলেট এর অনেক অবদান রয়েছে। শিখেছি কিভাবে জীবন যোদ্ধে ঠিকে থাকতে হয়, পেয়েছি অনেক উৎসাহ উদ্দীপনা, স্নেহ, ভালবাসা। আমি সব সময়ই অমূল্য সম্পদ পেয়ে এসেছি কিন্তূ আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি। তবে প্রবীণ ও নবীন সবার প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সুস্বাস্থ্যতা সর্বদা কামনা করি। এবং একুশের আলোকে এত সুন্দর নাট্য প্রদর্শনীর আয়োজন করায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটকে আন্তরিক অভিনন্দন ও অংশগ্রহণকারি সকল নাট্যগ্রুপকে শুভেচ্ছা ও শুভ কামনা।
Development by: webnewsdesign.com