একই লাইনে মুখোমুখি দুই ট্রেন

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২:৫৩ অপরাহ্ণ

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন
apps

সিগন্যাল ভুল ক‌রে একই লাই‌নে দুটি যাত্রীবাহী ট্রেনের মু‌খোমু‌খি হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব রু‌টের মা‌নিকখালী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘ‌টে ।

ত‌বে এ‌তে অ‌ল্পের জন্য বড় ধর‌নের দুর্ঘটনা থে‌কে রক্ষা পে‌য়ে‌ছেন ট্রে‌নের যাত্রীরা। লাইনম্যা‌নের ভুল সিগন্যা‌লে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, ট্রেন স্টেশ‌নে প্র‌বে‌শের সময় একই লাই‌নে আরেক‌টি ট্রেন দাঁড়ানো দেখে এগার‌সিন্ধুর ট্রে‌নের চালক প্রায় কাছাকা‌ছি অবস্থায় ট্রেন থামাতে সক্ষম হন। এ সময় দুই ট্রে‌নের যাত্রীরা ভ‌য়ে চিৎকার শুরু ক‌রেন। অব‌শে‌ষে নির্ধা‌রিত সম‌য়ের এক ঘণ্টা পর গন্ত‌ব্যে ছে‌ড়ে যায় ট্রেন দুটি।

কি‌শোরগঞ্জ জিআর‌পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।‌

তি‌নি জানান, ময়মন‌সিংহ থে‌কে ঢাকাগামী ২৪৪ ডাউন লোকাল ট্রেনটি মা‌নিকখালী স্টেশ‌নের ২ নম্বর লাই‌নে দাঁড়ি‌য়ে ছিল। ঢাকা থে‌কে কি‌শোরগ‌ঞ্জের উ‌দ্দে‌শে ছে‌ড়ে আসা ৭৪৯ এগার‌সিন্ধুর গোধূ‌লী ট্রেন‌কে একই লাই‌নে প্র‌বে‌শের সিগন্যাল দেন লাইনম্যান আসাদ।

Development by: webnewsdesign.com