সিলেট নগরীর সুগন্ধা-১৩, ছড়ারপাড় এলাকার মৃত জমির মিয়া ছেলে সুমন @ কুটকুটি সুমন নারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাইয়ে বেপোরোয়া হয়ে উঠেছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনাতাই মামলা রয়েছে। এছাড়াও ছিনতাইয়ের ফাঁদে তার খপ্পরে পরেন সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীরাও।
নগরীর ব্যস্ততম বন্দরবাজার, জিন্দাবাজার, কালিঘাট, মহাজনপট্টিসহ তার আশপাশ এলাকায় তার সহযোগীদের নিয়ে ছিনতাই করে যাচ্ছে এই সুমন @ কুটকুটি সুমন। সে তার সহযোগীদের গডফাদারের ভূমিকা পালন করে থাকে। ছিনতাইকারী সুমন সিলেট নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা। তার রয়েছে ছিনতাইর বিশাল একটি সিন্ডিকেট যা সে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তার এসব ছিনতাইর কারণে ব্যবসায়ীরা থাকেন আতঙ্কে।
খোজ নিয়ে জানা যায়, সুমন @ কুটকুটি সমনের টার্গেট থাকে কালিঘাটে দোকানের পাইকারি পণ্য কিনতে আসা ভিবিন্ন জেলা-উপজেলার ব্যবসায়ীদেও উপর। সে তাদের মূল্যবান জিনিসপত্র এর উপর নজর রাখে সময় বুঝে শুধু ছিনতাইয়ের অপেক্ষায় থাকে বলে জানান এক ব্যবসায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবার বলেন, ভ্যানগাড়ী দিয়ে ট্রাকে সিগারেট তুলে দিতে যাওয়ার সময় সে আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, পরে তার সাথে থাকা আরোও ২/৩ জন মিলে আমার পেটে ছুরি ধরে গাড়ীতে থাকা ৩ কাটুন সিগারেট যার মূল্য আনুমানিক ১,০৮,০০০ (এক লক্ষ আট হাজার) টাকা ছিনাতাই করে নিয়ে চলে যায়।
খবর নিয়ে জানাযায়, রাতের বেলায় সমন @ কুটকুটি সুমন হয়ে উঠে বেপরোয়া তার ছিনাতাইয়ের খপ্পরে পরে নারী থেকে শুরু করে সাধারন পথচারী। সে হেটে যাওয়া নারীদের ও টার্গেট করে তারেদ হাতে থাকা সাইড ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় বলে জানাযায়। সুমনের রয়েছে ছিনতাই ও মলম পার্টির সক্রিয় সদস্য যাদেরকে দিয়েও সে এসব কাজ করে বেরায়।
কুটকুটি সুমনের ছিনতাইয়ের ঘটনায় নিঃস্ব হয়েছেন অনেকে, সুমন ও তার সঙ্গিরা বেশিরভাগ নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাতে না পেরে তারা এই ছিনতাইয়ের পথ বেছে নেয়। কিছুদিন পূর্বে ছিনতাই করতে গিয়ে ধরা খেয়ে এলাকাবাসী তাকে গণধুলাই দিয়ে এলাকাছাড়া করেন। এখন বর্তমানে সে নগরীর শাহজালাল উপশর এলাকার তের রতন এলাকার একটি কলোনিতে বসবাস করে সুমন @ ছিনতাইকাী কুটকুটি সুমন।
সচেতন মহলের ধারণা, মাদকের চালান আটকাতে না পারলে মাদকাসক্তদের ছিনতাই থেকে ফেরানো অসম্ভব। কারণ যখনই মাদকাসক্তরা নেশাদ্রব্য গ্রহণের ইচ্ছা পোষণ করে তখনই তাদের প্রয়োজন হয় টাকার। আর রাস্তাঘাটে ছিনতাই করা অর্থ বা পণ্য তাদের সে চাহিদা পূরণ করতে পারে। সুমনের এসব কর্মকান্ডে অতিষ্ঠ এলাকা বাসী সহ সামাজের সচেতন মহল।
ছিনতাইয়ের ঘটনাগুলো জনমনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচলকারী লোকজনের মনে সারাক্ষণ ছিনতাই আতঙ্ক লেগেই থাকে।
জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই অপরাধের লাগাম টেনে ধরতে না পারায় পুলিশের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
সুমন @ কুটকুটি সুমনের বিরুদ্ধে রয়েছে একধীক মামলা যার একটি হলো: কোতোয়ালী মডেল থানার মামলা নং- ১৮/৪৩৬, তারিখ- ০৯/০৯/২০১৯; আইন শৃংঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) অপরাধ, ধারা- ৪/৫ ।
সচেতন নাগরীকরা বলেন, এই সুমন @ কুটকুটি সুমন ছিনতাইয়ের ঘটনা যেন আর না করতে পারে, জনমনে আতঙ্ক কাটাতে ছিনতাইকারীদের সমূলে নির্মূল করা জরুরি। দেশবাসী নিরাপদ পথচলার গ্যারান্টি চায়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা সবার।
Development by: webnewsdesign.com