উৎক্ষেপণের পরেই বিপত্তি, শেষ ধাপে পৌঁছেই ডেটা লস ক্ষুদ্রতম রকেটে

রবিবার, ০৭ আগস্ট ২০২২ | ৪:১৭ অপরাহ্ণ

উৎক্ষেপণের পরেই বিপত্তি, শেষ ধাপে পৌঁছেই ডেটা লস ক্ষুদ্রতম রকেটে
apps

উৎক্ষেপণের পরই বিপত্তিতে পড়েছে ভারতীয় মহাকাশ সংস্থার (ইসরো) নতুন উৎক্ষেপিত ক্ষুদ্রতম রকেট। দুটি স্যাটেলাইট বহনকারী এই রকেট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে কিছু তথ্য হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ইসরো। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ক্ষুদ্রতম রকেট মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়েছে ইসরো। খবর এনডিটিভি।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রোববার (৭ আগস্ট) দেশের প্রথম ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে ইসরো। এর সঙ্গে দুটি স্যাটেলাইট পাঠানো হয়েছে। তবে উৎক্ষেপণের পরই শেষ কক্ষপথে পৌঁছানোর প্রাক্কালে সমস্যায় পড়ে রকেটটি।সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শেষ কক্ষপথে গিয়ে কিছু তথ্য হারিয়ে ফেলে রকেটটি। ইসরোর বিজ্ঞানীরা ইতোমধ্যে সমস্যা সমাধানে কাজ শুরু করেছেন। ১২০০ টনের এই রকেটটি শেষ পর্যন্ত স্যাটেলাইট দুটি প্রতিস্থাপন করতে পারবে কি না, এ বিষয়ে সন্দিহান।স্যাটেলাইট দুটি প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত এই মিশনটিকে সফল বলতে নারাজ ইসরোর কর্মকর্তারা। সংশ্লিষ্ট একজন বলেন, দেশের ক্ষুদ্রতম রকেটটিতে শিগগিরই সমস্যার সমাধান করা হবে।দেশের প্রথম ক্ষুদ্র রকেট উৎক্ষেপণ নিয়ে মানুষের আগ্রহের শেষ ছিল না।

ইসরোর কার্যালয়ের পাশে অনেক আগ্রহী মানুষের দেখা গিয়েছিল উৎক্ষেপণের পর থেকেই।শনিবার (৬ আগস্ট) মধ্যরাত থেকেই উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু করে ইসরো। রাত ২টার পর থেকে ধাপে ধাপে উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়।জানা যায়, দেশের ক্ষুদ্রতম এই রকেটটি একটি স্টুডেন্ট স্যাটেলাইট ও একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট বহন করছে। স্টুডেন্ট স্যাটেলাইটটি স্কুলপড়ুয়াদের তৈরি। স্পেস কিডজ ইন্ডিয়া নামে একটি মহাকাশ গবেষণা সংস্থার উদ্যোগে ৭৫০ ছাত্র মিলে এই স্টুডেন্ট স্যাটেলাইটটি তৈরি করেছে। স্যাটেলাইটটির নাম দেয়া হয়েছে আজাদিস্যাট। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এটি তৈরি করা হয়। রকেটটি উৎক্ষেপণের সময় সেসব ছাত্র উপস্থিত ছিলেন ইসরোর কার্যালয়ে।রকেটটি উৎক্ষেপণ করা হয় ইসরোর শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে।

ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, শেষ মুহূর্তে বেশ কিছু তথ্য হারিয়ে যাওয়ায় চাপে পড়ে ইসরো। কাজেই এই উৎক্ষেপণকে এখনই সফল বলতে নারাজ তিনি।এর আগেও একটি রকেট বিফলে গিয়েছিল ইসরোর। রকেটটি চাঁদে অবতরণের কথা ছিল। সফল উৎক্ষেপণের পরও ঠিক চাঁদের পিঠে অবতরণের শেষ মুহূর্তে কক্ষপথ থেকে ছিটকে পড়ে রকেটটি। এর পর আর খুঁজে পাওয়া যায়নি রকেটটি। এই ব্যর্থতা সামলে উঠতে বেশ সময় লেগেছিল ইসরোর। আবার নতুন করে একই বিপত্তি দেখা দেয়াই রীতিমতো সংশয়ে রয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা।

Development by: webnewsdesign.com