উপনির্বাচন: এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র তিনটি!

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ১১:৫৫ পূর্বাহ্ণ

উপনির্বাচন: এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র তিনটি!
ছবি: সংগৃহীত
apps

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩টি!

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ওই কেন্দ্রের সাতটি বুথ সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোতাহের হোসেন বলেন, ৩৯ ওয়ার্ডের এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৮২৭ জন। প্রথম এক ঘণ্টায় মাত্র ভোট পড়েছে তিনটি। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ আসন।

Development by: webnewsdesign.com