উন্নয়নে রাজনীতি যাঁরা করেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে হবে: সাবেক এমপি আজিজ লামা

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৭:৪৬ অপরাহ্ণ

উন্নয়নে রাজনীতি যাঁরা করেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে হবে: সাবেক এমপি আজিজ লামা
apps

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ তারেক রহমান নিপুর লাঙ্গল প্রতীকের সমর্থনে বড়ফেচি গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (১২ ডিসেম্বর) রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক জাতীয় পার্টির এমপি মকসুদ ইবনে আজিজ লামা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ কুনু মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা শাহ শাহিদুর রাহমান শহিদ।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের বার কাউন্সিলর ফারুক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ তারেক রহমান নিপু।

প্রবীণ মুরব্বি তৌরিছ আলীর সভাপতিত্বে ও মোতাফ্ফর আলী জামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অহিদ আহমদ কনা মিয়া, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আবদুল্লাহ, জেলা সদস্য ডা.আছকির খান, মাহবুব আহমদ নিউটন, দোয়ারাবাজার জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী বদরুল ইসলাম। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জাতীয় পার্টির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনতা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আজিজ লামা বলেন, পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের আমলে দেশে শান্তি ছিল। দেশের মানুষ ভালো ছিলেন। বর্তমানে দেশের অবস্থা ভালো নেই। এ দুঃসময়ে মানুষের পাশে জাতীয় পার্টির নেতাকর্মীকে থাকতে হবে। তাই আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তারেক রহমান নিপুকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, যাঁরা দেশের উন্নয়নে রাজনীতি করেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে হবে। যেমন সাবেক ৯ বছরের সফল রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তাঁরা যে দলের হোন আমি শ্রদ্ধা জানাই।

Development by: webnewsdesign.com