উত্তর আটলান্টিক সামরিক জোটের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মার্ক রুটে

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ

উত্তর আটলান্টিক সামরিক জোটের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মার্ক রুটে
apps

উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটো) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে।
মঙ্গলবার জেনস স্টলটেনবার্গ পদত্যাগ করে নতুন মহাসচিব রুটের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ন্যাটো সদর দফতরে প্রতীকী করমর্দন এবং পুষ্পস্তবক অর্পণের পর ব্রাসেলসে ন্যাটোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেন।
বিদায়ী মহাসচিব বলেছেন, নতুন নেতৃত্বে ন্যাটো ‘নিরাপদ হাতে’ রয়েছে।

স্টলটেনবার্গ বলেছেন, “মার্ক রুটের একজন মহান মহাসচিব হওয়ার জন্য নিখুঁত পটভূমি রয়েছে। তিনি ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চারটি ভিন্ন জোট সরকারের নেতৃত্ব দিয়েছেন, তাই তিনি জানেন কীভাবে প্রতিশ্রুতি দিতে হয়, ঐকমত্য তৈরি করতে হয় এবং এগুলো ন্যাটোতে অত্যন্ত মূল্যবান দক্ষতা।”

রুটে ন্যাটো মিত্রদের তাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “এটি একটি বড় কাজ।”

নতুন মহাসচিব ইউক্রেনের প্রতি তার শক্ত সমর্থন ব্যক্ত করে জানিয়েছেন, তিনি আগামী মার্কিন নির্বাচন নিয়ে ভীত নন। তিনি ডোনাল্ড ট্রাম্প কিংবা কমলা হ্যারিস যে কারও সঙ্গেই কাজ করতে পারবেন।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কট্টর সমালোচক। তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। সূত্র: ন্যাটো ওয়েবসাইট

Development by: webnewsdesign.com