উচ্ছাসে উল্লাসে ইবি’র ‘বন্ধন-৩২’র ব্যাচ ডে

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ৭:০৭ অপরাহ্ণ

উচ্ছাসে উল্লাসে ইবি’র ‘বন্ধন-৩২’র ব্যাচ ডে
apps

ব্যাচ ডে। দিনটি প্রায় সকলের কাছেই পরিচিত। বিশ্ববিদ্যালয়ে পদচারনার পূর্তি উপলক্ষে দিনটিকে স্মরণে রাখতে নানা আয়োজনে মেতে উঠে শিক্ষার্থীরা। এই দিনটিকে আনন্দঘন করতে অনেক দিন ধরেই চলে নানা পরিকল্পনা।

সকাল ১০ টা ছুঁইছুঁই। মাঘের তীব্র শীতে জনজীবন স্থবির। অন্যদিকে একদল তরুণ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। কাউকে চেনার কোন উপায় নেই। আবিরে মাখা চোখ, মুখ। পরনের ধবধবে সাদা টি-শার্টটিও রঙে রঙিন।

 

 

 

 

 

‘মোরা বন্ধন ৩২, মোরা গর্বিত ইবিয়ান, উড়াবো নিশান, করবো সুন্দর আগামীর সন্ধান’ স্লোগান নিয়ে পথচলা শুরু ইবির ৩২ তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের। আজ তিন বছর পূর্ণ হলো এদের ক্যাম্পাসে পদার্পণের। তাই দিনটি স্বরণে রাখতে দিনব্যাপী নানা আয়োজনে মেতে উঠেছে ৩২ তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনাসভা, আবির উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ব্যাচ ডে’ উদযাপন করে তারা।

দিনটি উপলক্ষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে সম্মিলিত এক বর্ণাঢ্য র‌্যালি বের করে ‘বন্ধন-৩২’র শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে মিলিত হয়। সেখানে ফ্লাস মব ও আবির উৎসবে মেতে উঠে।

 

 

 

 

পরে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুনজুরুল ইসলাম নাহিদ ও বাংলা বিভাগের শিক্ষার্থী তামান্না সাদিয়া রিমি। আলোচনাসভার পর কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সবশেষে বেলা ৩টার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্যাচ ভিত্তিক এ দিবসগুলোর অনেক তাৎপর্য রয়েছে। প্রতি বছর তোমরা এভাবে একসাথে হবে। তোমাদের ব্যাচ ডে তে একটি উদ্দেশ্য থাকে যেন এর মাধ্যমে তোমাদের নিকট থেকে প্রতিটি বিভাগের অবস্থা সম্পর্কে জানতে পারি। যেটি সকল বিভাগের সমানভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে।’

 

 

 

Development by: webnewsdesign.com