‘ঈদ মোবারক’ গান নিয়ে আসছেন আসিফ আকবর

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৫:৩৩ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’ গান নিয়ে আসছেন আসিফ আকবর
apps

বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখায় একটি ঈদের গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ‘ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন মায়া মনি।

‘ঈদ যে তোমার মনে, ঈদ যে আমার মনে’ এমন কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় গানটির পরিচালনা করেছেন এ কে আজাদ।

বিশাল আয়োজনে বিএফডিসিতে শেষ হয়েছে গানটির চিত্রায়ন। এতে অংশ নিয়েছেন আসিফ আকবর, মায়া মনি, সাহিল তালুকদার ইরান, সুমাইয়া খন্দকার তৃষ্ণা, জিৎ মজুমদার।

গানটি প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আসিফ আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক। তার কণ্ঠের গানে মুগ্ধ হই। আমার লেখা ঈদের গান এই প্রথম করেছে ও। গানটির কথা বেশ দারুণ। সামনে আরও কিছু গান করার পরিকল্পনা রয়েছে।’

আসিফ আকবর বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার চাচার গুণরাশির কথা বলা আমার মুখে মোটেও মানানসই নয়। গাজী চাচা পুরো বাংলাদেশের সম্পদ। চাচার সঙ্গে অডিও গান করা তো পরম আনন্দ বিষয়। গানটি যখন শ্রোতারা শুনবে তখন বুঝবে। ঈদের বিগ ধামাকা গান।’

Development by: webnewsdesign.com