ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার বিরুদ্ধে গ্রাহকের সাড়ে ২৮ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে আজ সোমবার অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং আইনে মামলার অনুমোদন দিয়েছে দুদক।
সোহেল রানা ই-অরেঞ্জ নামে এমএলএম কোম্পানি খুলে সাধারণ গ্রাহকদের ওই টাকা নিজের এবং তাঁর ঘনিষ্ঠদের নামে পরিচালিত ৬টি ব্যাংকের ৩১টি হিসাবে জমা করে পরে তা আত্মসাৎ করেন।দুদকের উপপরিচালক মো. মোনায়েম হোসেন মামলাটির অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
দুদক সূত্রে জানা গেছে, শেখ সোহেল রানা নিজের পদ–পদবি আড়াল করে দুর্নীতি–সম্পৃক্ত অপরাধে ই-অরেঞ্জ নামে এমএলএম কোম্পানি খোলেন। এরপর প্রতারণার মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে বেশি লাভের প্রলোভন দেখিয়ে তাঁর নিজ নামে ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ৬টি ব্যাংকের ৩১টি হিসাবে মোট ২৮ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা জমা করেন। পরে এই টাকা তিনি তুলে নিয়ে আত্মসাৎ করেন। এ জন্য তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪ (২) ও ৪ (৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৭ (১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলার অনুমোদন দিয়েছে দুদক।
Development by: webnewsdesign.com