ইয়াবার নতুন রুট পেকুয়া-আনোয়ারা-চট্রগ্রাম

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৩:০৪ অপরাহ্ণ

ইয়াবার নতুন রুট পেকুয়া-আনোয়ারা-চট্রগ্রাম
apps

মাদক বিরোধী সর্বাত্মক অভিযানের ফলে কৌশল বদলে ফেলেছে মাদক কারবারিরা। ইয়াবা পাচারের নতুন রুট হিসেবে তারা বেছে নিয়েছে কাক্সবাজার পেকুয়া থেকে আনোয়ারা হয়ে চট্রগ্রাম পর্যন্ত আন্জলিক মহাসড়কে উক্ত রুট ব্যবহার করে ইয়াবা পাচারকালে গতকাল সোমবার চট্রগ্রাম বাঁশখালী উপজেলায় পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নারীসহ ২ জন।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ হাজার ৪৪৩ পিচ ইয়াবা। গ্রেফতারকৃতরা হলেন কাক্সবাজারের টেকনাফ উত্তর নেঙ্গরবিল এলাকার জহির আহমদের ছেলে মোঃ সেলিম (৩০) ও টেকনাফের যাদিমুড়া নোয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী ছেনুয়ারা বেগম(৩৮)। বাঁশখালীর থানার (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিন পুঁইছড়িতে আন্জলিক মহাসড়কে তল্লাশি চালিয়ে মোঃ সেলিমকে ১৩ হাজার ৮৮৫ টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই স্থানে পৃথক অভিযানে ৫৫০ টি ইয়াবাসহ নিয়ে গ্রেফতার হয়েছেন ছেনুয়ারা নামে এক মহিলা।

গ্রেফতার ২ জনকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে হয়েছে বলে জানান ওসি রেজাউল করিম।

Development by: webnewsdesign.com