ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। খবর-পার্সটুডের। তিনি বলেছেন, আমরা পারস্য উপসাগরীয় দেশগুলোকে এই বলে সতর্ক করছি তারা যেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে।”
২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে। এরপর পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো ওই দুই দেশের পদাঙ্ক অনুসরণ করে।
এর মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের গোপন সম্পর্ককে আনুষ্ঠানিকতা দেয়া হয়। তবে ইরান বহু বছর ধরে এ ধরনের গোপন ও প্রকাশ্য সম্পর্ক রক্ষা করার ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে এসেছে।
শনিবার অ্যাডমিরাল তাংসিরি পারস্য উপসাগরে অবস্থিত ‘তোম্বে বোজোর্গ’ দ্বীপে মোতায়েন আইআরজিসি’র বিভিন্ন ইউনিট পরিদর্শন করতে গিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক স্থাপনের বিরোধিতা এজন্য করছি যে, এর ফলে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়।”
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু যেকোনো কারণেই হোক কেউ যদি উদ্ধত ও শিশু হত্যাকারী ইসরায়েলকে এ অঞ্চলে পা রাখার সুযোগ করে দেয় তাহলে সে নিজের পাশাপাশি গোটা অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে যা চূড়ান্তভাবে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা বয়ে আনবে।
Development by: webnewsdesign.com