ইসরাইলি বন্দুকধারীর গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত

রবিবার, ০৪ জুন ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

ইসরাইলি বন্দুকধারীর গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত
ইসরাইলি বন্দুকধারীর গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত
apps

অজ্ঞাত এক অস্ত্রধারীর গুলিতে ইসরাইলি সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী সেনা সদস্যও রয়েছেন। মিশর সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।

বিবিসি ও গার্ডিয়ান ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গুলির ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। মিশর সীমান্তে এক অস্ত্রধারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। দখলদার ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার পর ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

কিছু কিছু সূত্র জানিয়েছে, সীমান্তে সংঘর্ষের সময় মিশরের সীমান্তরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের গুলিতে ঐ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। নিতসানা ক্রসিং পয়েন্টের কাছে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটেছে। এদিকে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ওই ঘটনার পর পরই তাদের সেনা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

ইসরাইলি সূত্রগুলো বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরাইলি সেনাদের নিশানা করে বন্দুকধারী ব্যক্তি। আজকের এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

Development by: webnewsdesign.com