ইরানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
apps

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুশেহরে এই ভূমিকম্প হয়েছে বলে রবিবার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

এ ব্যাপারে ইরানের ভূকম্পন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ১১ মিনিটে বন্দর নগরী জিনাভেহর ২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি আফটার শকহ অনুভূত হয়েছে। এর ফলে ওই এলাকার বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভূকম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, ‘জেনাভেহ এলাকার পানি, বিদ্যুৎ টেলিযোগাযোগ ও গ্যাস অবকাঠামোর হালকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগুলোর মেরামত করা হয়েছে।’

Development by: webnewsdesign.com