ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে: বিশ্লেষক..

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | ১:০২ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে: বিশ্লেষক..
apps

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তাতে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে বরে জানিয়েছেন, আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সাবেক সিনেট প্রার্থী ও রার্জনৈতিক বিশ্লেষক মার্ক ড্যানকফ। তিনি বলেন, এই আগ্রাসন শুধুমাত্র হবে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য, আমেরিকার জন্য নয়। পাশাপাশি সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশের স্বার্থ থাকবে এই আগ্রাসনে।

ইরানের প্রেস টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেন মার্ক ড্যানকফ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা আগ্রাসন চালালে তাতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটবে।

মার্ক ড্যানকফ আরও বলেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ছিল বিপজ্জনক ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্যই তা পরিচালিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নন বলেও মন্তব্য করেন আমেরিকার এ বিশ্লেষক।

অন্যদিকে, মার্কিন বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি।

তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি ও পরমাণু বিজ্ঞানি মোহসেন ফাখরিজাদেকে হত্যা করে আমেরিকা ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে যা মোটেই প্রয়োজনীয় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলের অনুসৃত পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেন তিনি।

Development by: webnewsdesign.com