ইরানের ফারস প্রদেশে প্রবল বন্যা, মৃত ১৮ জন

শনিবার, ২৩ জুলাই ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ

ইরানের ফারস প্রদেশে প্রবল বন্যা, মৃত ১৮ জন
apps

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট প্রবল বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এ ব্যাপারে প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেন, ইস্তাহবানের সোলতান শাহবাজ গ্রামের কাছে ভারি বৃষ্টির কারণে রোদবাল বাঁধ উপচে বন্যা হয়েছে।

ফারস প্রদেশের রাজধানী শিরাজ থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণে ইস্তাহবান অবস্থিত। তিনি আরও বলেন, বন্যায় ১৫টি গাড়ি ডুবে। ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ বলেও জানিয়েছেন তিনি।

Development by: webnewsdesign.com