যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞার নিয়ম জারি করেছে। ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে চীন এবং রাশিয়ার ৫টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনের শপথ গ্রহণের আগে ইরানের ওপর আরেক দফায় নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশটির সংবিধান অনুযায়ী আগামী বছরের ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চীনের যে প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে দুটি হচ্ছে চীনের চেংদুর বেস্ট নিউ মেটেরিয়ালস কোম্পানি লিমিটেড এবং যিবো এলিম ট্রেড কোম্পানি লিমিটেড। এ ছাড়া রাশিয়ার নিলকো গ্রুপ, এলেকন এবং এভিয়াযাপচেস্ট কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
এদিকে জানুয়ারির ২০ তারিখের আগে তেহরানের বিরুদ্ধে নতুন করে আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ওয়াশিংটন সেটা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক দূত ইলিয়ট আব্রামস। বুধবার(২৫নভেম্বর) এক অনলাইন সামিটে ইলিয়ট আব্রামস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে তেহরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব হ্রাস এবং দেশটির পারমাণবিক হুমকি মোকাবিলায় নতুন করে এ নিষেধাজ্ঞার পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক দিন আগেই সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিল ওয়াশিংটন।
Development by: webnewsdesign.com