ইরাকের পর এবার কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে আল শাবাব। আল শাবাব মূলত আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন। আমেরিকা ও কেনিয়ার সৈন্যরা যৌথভাবে এই সেনা ঘাঁটিটি ব্যবহার করে থাকে। তবে হতাহত বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৫ জানুয়ারি, রবিবার এই হামলা চালায় আল শাবাব। সংবাদ সংস্থা এমন খবর প্রকাশ করেছে।
হামলার কথা স্বীকার করে লামু কাউন্টির কমিশনার ইরুঙ্গু মাচিয়ারা হামলার সংবাদ মাধ্যমকে বলেন, ‘একটি হামলার ঘটনা ঘটেছে। তবে জঙ্গিদের হামলার জবাব দেয়া হচ্ছে।’
এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এক বিবৃতিতে জানায়, মুজাহিদীন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফল ভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই সেনা ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে।’ আমেরিকা এবং কেনিয়ার সেনার অনেকে হতাহত হয়েছেন বলেও দাবি করেছে আল শাবাব।
‘আল-কুদস (জেরুজালেম) কখনোই ইহুদিবাদে রূপান্তরিত হবে না’– প্রচারের অংশ হিসেবে এই হামলা চালিয়েছে বলেও জানায় আল শাবাব।
Development by: webnewsdesign.com