ইরফানের ব্যক্তিগত সহকারী দিপুর ৩ দিনের রিমান্ড

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ

ইরফানের ব্যক্তিগত সহকারী দিপুর ৩ দিনের রিমান্ড
apps

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এ বি সিদ্দিক দিপুর জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এই আদেশ দেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ডের নেওয়ার জন্য আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

Development by: webnewsdesign.com