ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন আটক

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | ১:১৯ অপরাহ্ণ

ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন আটক
ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন আটক
apps

সিরাজগঞ্জের সদরে ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেনসিডিল ও ৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। রবিবার বিকেলে বঙ্গবন্ধু সেতু রেলওয়ে ষ্টেশনের সিরাজগঞ্জ-ঢাকামুখী মহাসড়কের উপর ও একইদিন সন্ধ্যায় সদর উপজেলার মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), একই এলাকার মৃত শাহিনের ছেলে সবুজ ইসলাম (১১) ও সিরাজগঞ্জের সদর উপজেলার মালশাপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হক মামুন(৩৭)।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ। তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এক শিশুসহ তিনজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকার দায় স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com