ইমরানকে জেলে পাঠাতে চান মরিয়ম

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ২:৫২ অপরাহ্ণ

ইমরানকে জেলে পাঠাতে চান মরিয়ম
apps

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ প্রতিশ্রুতি দিয়েছেন, নওয়াজ শরিফকে আবারো ক্ষমতায় ফিরিয়ে নিয়ে এসে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে পাঠাবেন।করাচিতে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে ইমরানকে উদ্দেশ্য করে মরিয়ম বলেন, আপনি এরই মধ্যে ভয় পেয়ে গেছেন। আপনার প্রত্যেক কথায় ভয় প্রকাশ পেয়েছে, আপনার প্রত্যেক পদক্ষেপে তা প্রকাশ পেয়েছে এবং লোকজন চায়- আপনার মুখে সেই ভয় ফুটে উঠুক।সূত্র : ইকোনমিক টাইমস

মরিয়ম আরো বলেন, আপনি যদি না জানেন যে, কিভাবে অনুগ্রহ দেখাতে হয় এবং এ ব্যাপারে আপনাকে শেখানোর মতো কেউ যদি না থাকে, নওয়াজ শরীফের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল আপনার।মরিয়ম নওয়াজ আরো বলেছেন, ফেডারেল তদন্ত সংস্থা, ফেডারেল রাজস্ব বোর্ড নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন ইমরান খান। তিনি দাবি করেছেন, জনগণের কাছে প্রধানমন্ত্রীর বলা উচিত, জনগণের কর্মসংস্থান কেন চুরি করলেন?

Development by: webnewsdesign.com