ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ৪:১৯ অপরাহ্ণ

ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ
apps

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিশিক্ষক সমিতির নতুন নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় অনুষদ ভবনে সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কামাল হোসেনর সভাপেিত্ব উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, নব্য নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। এছাড়াও সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্য অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নব্য সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিক সমিতি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠন। আমরা আমাদের কাজ যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সমিতি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ে ইবি শিক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আওয়ামীপন্থী প্যানেল থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন সভাপতি এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমন্বিত প্যানেল থেকে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Development by: webnewsdesign.com