ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদীচীর প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বইমেলার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উদীচী শাখার সদস্যরা কবিতা, কাব্য নাট্য, নৃত্য ও গণ সংগীত পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা।
এছাড়াও উদীচীর ঝিনাইদহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য শরীফুল ইসলাম শরিফ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক স্বপন বাগচী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি উদীচীর আহবায়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী পপি খাতুন ও সদস্য সিয়াম আহসান।
উদীচীর আহ্বায়ক পপি খাতুন বলেন, ‘উদীচী শিল্পীগোষ্ঠী পুরো বাংলাদেশ জুড়ে কৃতিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এটি আমাদের প্রথম পরিবেশনা। আশা করি পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে উদীচী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য,উদীচী বাংলাদেশের সর্ববৃহৎ গণ-সাংস্কৃতিক সংগঠন। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় উদীচীর ৩৭৪ তম সংসদ।
Development by: webnewsdesign.com