ইবিতে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৫০ অপরাহ্ণ

ইবিতে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন
apps

জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চত করেন।

কমিটিতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেনকে আহবায়ক করা হয়েছ। এছাড়াও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান শুভ এবং সহকারী প্রক্টর প্রভাষক আরিফুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরকে কেন্দ্র করে রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত ও দু’পক্ষের অন্তত ৫ জন নেতাকর্মী আহন হন।

Development by: webnewsdesign.com