ইন্দোনেশিয়াকে করোনার প্রয়োজনীয় ওষুধ উপহার দিল বাংলাদেশ

রবিবার, ০৮ আগস্ট ২০২১ | ১১:১১ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়াকে করোনার প্রয়োজনীয় ওষুধ উপহার দিল বাংলাদেশ
apps

করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করা ইন্দোনেশিয়াকে প্রয়োজনীয় ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ পাঠানো এই ওষুধের চালান গতকাল শনিবার দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে। পরে জাকার্তার বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের কাছে ওষুধগুলো হস্তান্তর করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একইভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দোনেশিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণকে সমর্থন সরকারের এই প্রচেষ্টায় সহযোগিতা করেছে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিকন ফার্মা।

Development by: webnewsdesign.com